নদী ও নদীর তীর রক্ষা এখন সময়ের দাবী :
১) নদীর গতিপথ ও প্রশস্থতা সিএস নক্সা অনুযায়ী সীমা নির্ধারণ করে বের করতে হবে।
২) নদীর নাব্যতা ও পানি প্রবাহ নিশ্চিত করতে হবে।
৩) নদী পথে নৌযান চলাচল নিশ্চিত করতে হবে। এর ফলে পন্য পরিবহন সহজতর হবে এবং দ্রব্যমূল্য হ্রাস পাবে।
৪) নদীর তীর সংরক্ষণ ও বাধাই করে গাছ রোপন করে walk way নির্মাণ করতে হবে।
৫) নদীর নির্দিষ্ট কিছু এলাকাতে বয়স্কদের জন্য প্রাতহ্রাস ভ্রমন ও হাটা চলার জন্য প্রবীণ পার্ক নির্মান করা দরকার।
৬) নদীর উপর নির্মিত স্বল্প উচ্চতার ব্রীজ-কালভার্ট ভেঙ্গে নৌযান চলাচলের সুব্যবস্থা করতে হবে।
৭) নদীর পাড় ও তীর হতে নির্দিষ্ট পরিমাণ দুরত্ব বজায় রেখে বাড়ি ঘর নির্মাণ করতে হবে।
৮) নদী দূষণ রোধে এবং কল কারখানা ও বাসা বাড়ির পয়:বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি।
৯) নদীর পানি সংরক্ষণ ও কৃষিকাজে ব্যবহার নিশ্চিত করন জরুরী।
১০) নদীকে কেন্দ্র করে গড়ে উঠা বাজার ও হাটে নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে পথসভা, পথ নাটক, গানসহ জন সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরা উচিত।
১১) দেশে একটি নদী যাদুঘর করা খুবই জরুরী। জানা নেই আছে কিনা যেখানে নদী ও নদীমাতৃক বাংলাদেশের নদী কেন্দ্রিক জীবন ও গল্প এবং নদীর ইতিহাস ও ইতিকথা লিপিবদ্ধ থাকবে।
সম্পাদক : অধ্যাপক আনোয়ার সাদত