স্টাফ রিপোর্টার : অদ্য ৩১/০৫/২০২৪ মে শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঢাকার ফার্মগেট ইউসিসি মিলনায়তনে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের “জলবায়ূর উষ্ণতারোধে নদী রক্ষার গুরুত্“ শীর্ষক আলোচনা ও জাতীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সাদত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সারোয়ার মাহমুদ। প্রবন্ধ উপস্থাপন করেন নদী গবেষণা ইন্সটিটিউটের সাবেক মহাপরিচালক ও সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী ড. লূৎফর রহমান। সাধারণ সম্পাদক এড. মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গেরিলা লীডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, ইকরাম এলাহি খান সাজ, ড. মহসীন আলী মন্ডল প্রিন্স, মাজেদা শওকত, মিহির বিশ্বাস, রফিক আলম, মনির মুননা, রফিকুল ইসলাম আলম, মো. বসির উদ্দিন, ডা. বোরহান উদ্দিন, কালিমুল্লাহ ইকবাল, ড. ইফতেখারুল আলম মাসুদ, কে এম নাজমুল হক, মহসীনুল করিম লেবু, তাজুল ইসলাম, এড. মো. শহিদুল্লাহ, যাদব চন্দ্র রায়, সঞ্জয় চক্রবর্তী, কবির পান্না, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কেএড. খন্দকার আমিনুল হক টুটুল। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও অর্থ সম্পাদক ড. মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সারাদেশের ৪১ টি জেলা ও মহানগরের প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈশ্বিক জলবায়ুর উষ্ণতারোধে আমাদের নদ-নদী, হাওর-বাওর, খাল বিল, দীঘি পুকুরসহ সকল জলাশয়কে রক্ষা করতে হবে। জাতীয় নদী রক্ষা কমিশন এলক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভাপতি তার বক্তব্যে অবিলম্বে নদী দূষণকারীদের তালিকা প্রস্তুত করে তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তিনি আগামী জুনে নদী তীরে ও রাস্তার ধারে সংরক্ষণযোগ্য ১৮ কোটি বৃক্ষ লাগানোর সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।
বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ুর উষ্ণতারোধে অবশ্যই পুরো বিশ্বকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করতে হবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর বিকল্প হিসেবে ভিন্ন পরিবেশবান্ধব উপায় বের করতে হবে এবং বর্জ্য পদার্থ বিনষ্টকরণের জন্য পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। কারণ স্তূপীকৃত বর্জ্য পদার্থ থেকেও প্রচুর পরিমাণ ক্ষতিকারক গ্যাস নির্গত হয়। জলবায়ু পরিবর্তন রোধে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে। জলবায়ু পরিবর্তন রোধে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সমগ্র বিশ্ব নেতাদের একযোগে কাজ করতে হবে।
সবশেষে ২০২৪-২০২৬ সেশনের জন্য ৫ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রিয় কমিটির নাম ঘোষণা করা হয়। সভাপতি : অধ্যাপক মো. আনোয়ার সাদত, সাধারণ সম্পাদক : এড. মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক : কালিমুল্লাহ ইকবাল, অর্থ সম্পাদক : ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক : এস এম ইকবাল হোসেন।