1. admin@savetheriverbd.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির জুম মিটিং অনুষ্ঠিত

সেভ দ্যা রিভার বিডি.কম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : অদ্য শনিবার (২৩ মার্চ) সকাল দশটায় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির জুন মিটিং অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার সাদাত। বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, সহ-সভাপতি এড. খন্দকার আমিনুল হক টুটুল, ড. মহসিন আলী মন্ডল প্রিন্স, ড. প্রকৌশলী লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ বশির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম আলম, অর্থ সম্পাদক ড. আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিবুল হক পুনম, জীববৈচিত্র বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাসিবুর রহমান, কার্যকরী সদস্য এস এম ইকবাল হোসেন প্রমূখ।

উক্ত জুম মিটিং এ আগামী পহেলা জুন প্রতিনিধি সভা ও নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিনিধি সভা অনুষ্ঠানের জন্য সংগঠনের সহ-সভাপতি একরাম এলাহী খান সাজকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনার জন্য এড. খন্দকার আমিনুল হক টুটুলকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারজনকে নির্বাচন কমিশনের সদস্য মনোনীত করা হয়। তারা হলেন ড. মুহাম্মদ মহসিন আলী মন্ডল প্রিন্স, মাজেদা শওকত, ড. প্রকৌশলী লুৎফর রহমান ও ড. আনোয়ার হোসেন।

আগামী মে মাসের মধ্যে সকল জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য প্রতিটি বিভাগে একটি করে বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।

তাছাড়াও সংগঠনের নিজস্ব অনলাইন পোর্টাল তৈরি ও বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের মুখপত্র নদীপত্র প্রকাশের সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করার জন্য আগামী ১৩ এপ্রিল রাত ৯ টায় জুম মিটিং এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ সেভ দ্যা রিভার বিডি.কম
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park